শিরোনাম ::
গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা পেকুয়ায় মহেশখালীতে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মাদক নির্মূল কমিটি সদস্যের মৃত্যু সেন্টমার্টিনকে বাঁচাতে বিধিনিষেধ দেওয়া হয়েছে : উপদেষ্টা টেকনাফে অভিযানে উদ্ধার তাজা রকেট হিট কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই তথ্য গোপন করে বিয়ের পিড়িতে কক্সবাজারের নুর! কক্সবাজার এসএসসি ৯৯ ক্রিকেট টুর্ণামেন্টে বেঙ্গল ৯৯ ও লিজেন্ড ফাইটার্স ৯৯ চকরিয়া’র শুভ সূচনা কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ সবার আগে নির্বাচনী সংস্কার দরকার মসজিদে নববীর আদলে করা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মাহমুদুর রহমান দেশপ্রেমের জীবন্ত প্রতীক
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ডিএনসি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক
আপডেট: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যরা মাদক কারবারে জড়িত ব্যাক্তির বসতবাড়ী তল্লাশী করে খাটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমান বিদেশী মদ-বিয়ার উদ্ধার করেছে।

এসময় হেলাল উদ্দিন(৩২) নামে এক মাদক ব্যাসায়ীকে আটক করতে সক্ষম হয় অভিযানিক দলের সদস্যরা।
আটক ব্যাক্তি হচ্ছে,সাবরাং ইউপি ডেইলপাড়া এলাকার এজাহার মিয়ার পুত্র। অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মাদকদ্রব্য অফিসের ইনচার্জ সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি মিয়ানমার থেকে পাচার করে নিয়ে আসা মদ-বিয়ারের একটি বড় চালান আটক কারবারীর বসতবাড়ীতে মওজুদ করা হয়েছে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ি ৯ ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে সাবরাং ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ডেইলপাড়ার জনৈক এজাহার মিয়ার বসতবাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে খাটের নিচে মওজুদ করে রাখা বিদেশী গ্র্যান্ড রয়েল হুইস্কি ১৩২ বোতল, ৫ পার্সেন্ট আন্দামান গোল্ড বিয়ার ৪৮৫ ক্যান, ১২ পার্সেন্ট বিয়ার ২০০ ক্যান,
উদ্ধার করে এবং কারবারে জড়িত হেলাল উদ্দিনকে আটক করতে সক্ষম হয়।
এদিকে অভিযানটি চলাকালিন সময়ে কৌশলে পালিয়ে গেছে আটক ব্যাক্তির আপন ভাই বেলাল উদ্দিন(২৮)।
এরা দুই সহোদর পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছে।
উদ্ধারকৃত মাদক ও আটক পলাতক দুই ভাইয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক ব্যাক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


আরো খবর: