অটোয়া, ১৭ অক্টোবর – ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কড়া সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ সবসময় অপ্রতিরোধ্য এবং কোনোকিছুই হামাসের সন্ত্রাসী কার্যক্রমকে সমর্থন দিতে পারে না। আজ মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রুডো পার্লামেন্টে বলেছেন, হামাস না ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে, না তাদের বৈধ আকাঙ্ক্ষাকে। তবে তিনি বলেছেন, গাজায় মানবিক করিডর খুলতে হবে। এদিন জাস্টিন ট্রুডো আরও বলেছেন, কানাডা ইসরায়েলকে রক্ষা করার অধিকার সমর্থন করে কিন্তু যুদ্ধেরও নিয়ম আছে।
হামাসের হামলায় পাঁচজন কানাডার নাগরিক নিহত হয়েছে। সেইসঙ্গে নিখোঁজ রয়েছে আরও তিন কানাডীয় নাগরিক।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেইসঙ্গে ইসরায়েলের সীমান্ত ভেঙ্গে হাজারো হামাস যোদ্ধা তাণ্ডব চালায়। হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। এরপরেই গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী।
ইসরায়েলের হামলায় ইতিমধ্যে গাজায় নিহত হয়েছে দুই হাজার ৮০০ এর বেশি মানুষ। আহত হয়েছে অন্তত নয় হাজার। সেইসঙ্গে গাজায় স্থল, আকাশ ও নৌ পথে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
সূত্র: আমাদের সময়
আইএ/ ১৭ অক্টোবর ২০২৩