শিরোনাম ::
শেখ হাসিনার ভাষণের সময় জুলাই অভ্যুত্থানের ছবি-ভিডিও প্রদর্শন কর্মসূচি গাজীপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ৩ উত্তরা পশ্চিম থানায় শিক্ষার্থীদের হামলা, এসআই প্রত্যাহার বুয়েটের ৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার আরো ৩৩ জনের শাস্তি বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার মুন্সীগঞ্জে ১০১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ  বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খোলার অনুমতি পেল দুদক মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন সোনু নিগম টানা অনশনের পর পরীক্ষার কক্ষে অসুস্থ হয়ে হাসপাতালে তিতুমীরের শিক্ষার্থী রিমান্ড শেষে আবারও কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নিজ বাড়ির সামনে এসআইকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩


টঙ্গী, ০৩ অক্টোবর – গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় শফিকুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত পুলিশ কর্মকর্তা টাঙাইলে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তিনি পরিবার-পরিজন নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তার আনন্দদ্বীপ হাউজিংয়ে বসবাস করেন।

সোমবার (২ অক্টোবর) রাত ১১টার পর গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় এলাকায় আনন্দদ্বীপ হাউজিংয়ে আনন্দদ্বীপ হাউজিংয়ে নিজ ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শফিকুল ইসলাম ইতোপূর্বে গাজীপুরে কর্মরত ছিলেন। সেই সুবাধে তার পরিবার আনন্দদ্বীপ হাউজিংয়ে বসবাস করেন। সোমবার রাতে টাঙ্গাইল থেকে গাজীপুরে নিজ বাসায় প্রবেশ করার সময় বাসার গেটে কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়িভাবে কুপিয়ে শফিকুলকে রক্তাক্ত জখম করে। সন্ত্রাসীরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তাকে বাঁচাতে এসে তার ছেলেও আহত হয়। পরে আহত পুলিশ কর্মকর্তা শফিকুলকে হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসা শেষে গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবিথীতে গাজীপুর মেট্রো সদর থানার এসআই জহিরুল ইসলামের বাসায় আনা হয়।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় গাজীপুর মেট্রো সদর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আহত শফিকুলকে মারাত্মক জখম করার বিষয়টি মীমাংসার জন্য আনন্দদ্বীপ হাউজিংয়ে নেতারা চেষ্টা করছেন। আমি বলেছি, আগে রোগী সুস্থ হোক। তারপর দেখা যাবে কী করা যায়। এই বিষয়টি ৩২৬ ধারায় মামলা হবে বলে জানান তিনি।

সূত্র: কালবেলা
আইএ/ ০৩ অক্টোবর ২০২৩


আরো খবর: