শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শনিবার, ১০ মে ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নিউইয়র্কে বৃষ্টির তাণ্ডবে বাতিল কয়েকশ ফ্লাইট

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩


নিউইয়র্ক, ৩০ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারী বর্ষণের প্রভাবে গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) আকস্মিক বন্যার সৃষ্টি হয়। আর এ বন্যার কারণে অঙ্গরাজ্যটির তিনটি স্থানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে এক মাসের সমান বৃষ্টিপাত হওয়ার পর রাজ্যের বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে যায়।

এছাড়া অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে নিউইয়র্কে কয়েক ফ্লাইট বিলম্ব ও বাতিল হয়েছে।

এমনকি যেসব প্লেন লাগার্ডিয়া বিমানবন্দরের উদ্দেশ্যে আসার পথে আকাশে ছিল সেগুলোও বাধ্য হয়ে প্রায় এক ঘণ্টা বিলম্বে অবতরণ করে। যেসব প্লেনের এই বিমানবন্দরটিতে অন্য বিমানবন্দর থেকে আসার কথা ছিল; কিন্তু আকাশে উড়েনি, সেগুলো সবচেয়ে বেশি বিলম্বের মুখে পড়ে। অপরদিকে বিমানবন্দরটি থেকে প্লেন উঠা বন্ধ ছিল প্রায় ৫০ মিনিট।

স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত, লাগার্ডিয়া বিমানবন্দর থেকে ১৫০টি ফ্লাইট বাতিল করা হয়। অপরদিকে বিলম্বের শিকার হয় ১ হাজার ৭০৯টি ফ্লাইট। এছাড়া অন্য বিমানবন্দরগুলো থেকে লাগার্ডিয়া বিমানবন্দরে আসার কথা ৩৭১টি ফ্লাইট বিলম্ব বা বাতিল করা হয়।

এই তুমুল বৃষ্টির কারণে জন এফ কেনেডি বিমানবন্দরেও প্লেন চলাচলে বিঘ্ন ঘটে। এই বিমানবন্দটিতে ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয় এবং ২৬৮টি ফ্লাইটের বিলম্ব হয়।

এদিকে বৃষ্টির কারণে যখন রাস্তাঘাট তলিয়ে যায় তখনই নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন উপত্যকায় দ্রুত জরুরি অবস্থা জারি করেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচোল।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ৩০ সেপ্টেম্বর ২০২৩


আরো খবর: