ইমরান আল মাহমুদ,উখিয়া:
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব নেওয়ার একবছরের সফলতা নিয়ে কক্সবাজারের উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে ১৪আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) এর মিডিয়া ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কোটবাজার অস্থায়ী সদর দপ্তরে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিভিন্ন মতামত ব্যক্ত করেন।
গণমাধ্যমকর্মীদের মাঝে গত এক বছরের সফলতার চিত্র তুলে ধরেন ১৪এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।
এসময় উখিয়া প্রেসক্লাব,অনলাইন প্রেসক্লাব,উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।