বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

স্থানীয় সরকার দিবস মেলার সমাপনী উপলক্ষে চকরিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণী

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

এম জিয়াবুল হক, চকরিয়া::

জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ এর তিনদিন ব্যাপী মেলার সমাপনী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার কক্সবাজারের চকরিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

চকরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে মেলার সমাপনী দিনে মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হন চকরিয়া উপজেলা পরিষদ একাদশ বনাম ও ইউনিয়ন পরিষদ একাদশ। টুর্নামেন্টে দুইদল ১-১ গোলে যৌথভাবে বিজয়ী হয়েছেন।

ম্যাচ শেষে স্টেডিয়াম মাঠে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ফুটবল টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া উপজেলা প্রকৌশলী সাফায়ত হোসেন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নুরুল আবছার, আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রীতি ফুটবল ম্যাচের আগে আগামীকাল থেকে অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া চকরিয়া উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড় জার্সি বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি।


আরো খবর: