শিরোনাম ::
গাজায় হাজার হাজার অবিস্ফোরিত বোমা, সরাতে লাগবে এক দশক সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের দিকে এগুচ্ছে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকার নিয়ে এপিজির প্রতিবেদনের নিন্দা ব্রিটিশ এমপি রূপা হকের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের অভিযান প্রথম দিন থেকেই অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে এমপি পদও ছাড়তে হবে ছাগলকাণ্ডের মতিউর রিমান্ড শেষে কারাগারে নির্বাচন নিয়ে সরকারের ভাসাভাসা রোডম্যাপে সন্তুষ্ট নই নতুন করে শৈত্যপ্রবাহের কথা জানাল আবহাওয়া অফিস টেকনাফে পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা ও সিএনজি জব্দ, আটক ২ মহেশখালীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৫, চোলাই মদ উদ্ধার
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইইউকে বাংলাদেশে টিম পাঠানোর আহ্বান কৃষিমন্ত্রীর

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
ইইউকে বাংলাদেশে টিম পাঠানোর আহ্বান কৃষিমন্ত্রীর


ঢাকা, ১৫ সেপ্টেম্বর – বাংলাদেশে সংখ্যালঘুদের ৯৯ ভাগ আওয়ামী লীগকে ভোট দেয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের পক্ষে সংখ্যালঘুদের অধিকার সবচেয়ে বেশি থাকে। নাগরিক হিসেবে তারা সবচেয়ে বেশি অধিকার ভোগ করে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে বাংলাদেশে সংখ্যালঘুদের মানবাধিকার নেই, কথা বলার অধিকার নেই, মানবাধিকার হুমকির মুখে। তারা (ইইউ) বাংলাদেশে টিম পাঠাক। সংখ্যালঘুদের সঙ্গে কথা বলুক।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশের দুই-এক ভাগ সংখ্যালঘু যদি বলে আওয়ামী লীগ তাদের নিরাপত্তা দেয় না তাহলে আমরা সরকারে থাকব না।

আব্দুর রাজ্জাক বলেন, হেফাজত নিয়ে মিথ্যাচার করা হয়েছে। ২০১৩ সালে তাদের সমাবেশে নাকি ৬১ জন মানুষ মারা গেছে। কথ বড় মিথ্যাচার এটি। সেই আদিলুর রহমান টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দিয়ে বিদেশিদের বিভ্রান্ত করে। তার বিচার হওয়া কি অন্যায়?

তিনি বলেন, শেখ হাসিনা পালাবার পথ পাবে না, একই কথা বিএনপি বারবার বলছে। শেখ হাসিনার পতন না হলে তারা কোনো নির্বাচনে যাবে না। বিএনপি যদি নির্বাচনে না আসলে ১৩ সালের পরিণতি হবে।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৫ সেপ্টেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ইইউকে বাংলাদেশে টিম পাঠানোর আহ্বান কৃষিমন্ত্রীর first appeared on DesheBideshe.



আরো খবর: