বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চায়ের দোকানের পেছনে কেনাবেচা হচ্ছিল ইয়াবা, আটক ৩

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

চায়ের দোকানের পেছনে কেনাবেচা হচ্ছিল ইয়াবা। গোপন খবরে হাজির হল পুলিশ। ১ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে ধরা ৩ মাদক ব্যববসায়ী।চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে চন্দনাইশ উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়নের পশ্চিম কেশুয়া ২ নম্বর ওয়ার্ডের ছৈয়দ বাজারে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাশেদ (২৬) মো. ওয়াসিম (৩৮) ইয়াবা ট্যাবলেট ও মামুনুর রশিদ (২৪)।

পুলিশ জানায়, শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়নের পশ্চিম কেশুয়া ২ নম্বর ওয়ার্ড ছৈয়দ বাজারে একটি মুদি দোকান ও চা দোকানের পিছনে ইয়াবা বিক্রির খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। উপস্থিতি টের পেয়ে ৩ জন লোক পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে গ্রেপ্তার করে। স্থানীয় লোকজনের সামনে তাদের দেহ তল্লাশি করলে তাদের পোষাকের মধ্যে মোট ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এসব ইয়াবার বাজারমূল্য ৩ লাখ বলে পুলিশ জানিয়েছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজই আদালতে সোপর্দ করা হবে।


আরো খবর: