বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

হংকংয়ে ১৪০ বছরের রেকর্ড ভাঙলো বৃষ্টি

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
হংকংয়ে ১৪০ বছরের রেকর্ড ভাঙলো বৃষ্টি


নেই, ০৮ সেপ্টেম্বর – হংকংয়ে ভারি বৃষ্টিতে ডুবে গেছে শহরের বিভিন্ন রাস্তা, শপিং মল ও মেট্রো স্টেশন। শুক্রবার বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে ১৪০ বছরের ইতিহাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভারি বৃষ্টিতে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার প্রতি ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মেট্রো স্টেশনকর্মীরা কোমর পানিতে হাঁটার চেষ্টা করছেন।

শহরের ক্রস হারবার টানেল, হংকং দ্বীপকে কাউলুনের সাথে সংযোগকারী প্রধান রুটগুলোর মধ্যে একটি, এটিও পানিতে ডুবে যায়।এ ছাড়া ছবিতে চা ওয়ান জেলার একটি জলাবদ্ধ শপিং সেন্টার দেখা গেছে।

হংকং অবজারভেটরি বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার মধ্যরাত এর মধ্যে ১৫৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাতের কথা জানিয়েছে।

আবহাওয়া ব্যুরো সর্বোচ্চ ‘কালো’ ঝড়ের সতর্কতা জারি করেছে এবং বলেছে যে বৃহস্পতিবার রাত থেকে হংকংয়ের প্রধান দ্বীপ, কাউলুন এবং শহরের নতুন অঞ্চলের উত্তর-পূর্ব অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃহস্পবিতার চীনের উপকূলে আঘাত আনে দুর্বল হয়ে পড়া টাইফুন হাইকুই। মূলত হাইকুইয়ের কারণে সৃষ্ট নিম্নচাপ থেকেই এত বৃষ্টি।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৮ সেপ্টেম্বর ২০২৩





আরো খবর: