কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ এহসান নামে এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি নৌকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে নাফ নদীর তীরে বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার কামাল হোসেনের ছেলে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নাফ নদীর তীরে বেড়িবাঁধ এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে- এমন তথ্যে ঐ এলাকায় অবস্থান নেয় নৌ টহলদল। এ সময় তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। পরে নৌ টহলদল তাদের চ্যালেঞ্জ করলে দু’জন পালিয়ে যান। তবে অপর একজনকে আটক করা হয়। পরে নৌকাটি তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।