বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সেন্টমার্টিন দ্বীপে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির ‘গোয়া মাইট্যা’ মাছ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সেন্টমার্টিন দ্বীপে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের ‘গোয়া মাইট্যা’ নামে একটি সামুদ্রিক মাছ। অত্যন্ত সুস্বাদু এই মাছটি তাৎক্ষণিক সেন্টমার্টিন দ্বীপেই ১৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার বিকেলে ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাড়ায় মাছটি ধরা পড়ে।

মাছ শিকারি ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা আবুল কালাম বলেন, ‘শখের বশে সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাড়ায় বড়শি নিয়ে মাছ শিকারে যাই। সাগরে বড়শি ফেলার কিছুক্ষণ পরেই রশিতে টান পড়ে। বহু কষ্টে টেনে দেখি বড় সাইজের ‘গোয়া মাইট্যা’ মাছ। মাছটি সৈকতে তোলার পর মুহূর্তেই বিষয়টি জানাজানি হলে শতশত মানুষ মাছটি দেখার জন্য সৈকতে ভিড় জমান। রফিক নামে এক ব্যক্তি মাছটি ১৪ হাজার টাকায় কিনে নেন।

মাছ ক্রেতা দ্বীপের ৪ নম্বর ওয়ার্ড পূর্বপাড়ার বাসিন্দা রফিক বলেন, অত্যন্ত সুস্বাদু এই মাছটি আমি ১৪ হাজার টাকায় কিনে নিয়েছি। পরে মাছটি কেটে আমরা ১৪ জন মিলে ভাগ করে নিয়েছি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এই জাতের মাছগুলো অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। সাগরে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা থাকার কারণে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। সেই কারণে বঙ্গোপসাগরে এখন বেশি মাছ ধরা পড়ছে।


আরো খবর: