টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার উত্তর রোজারঘোনা এলাকায় বসতবাড়িতে আগুন লেগে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৮ জানুয়ারী) বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় মেম্বার বশির আহমদ বলেন, ‘রাহমত করিমের এনগেজডম্যান্টের অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আব্দু শুক্কুরের ছেলে ছৈয়দ করিম, শাহ আলমের ছেলে আকতার হোসেন ও মৃত আমির হোসেনের ছেলে আব্দু শুক্কুরের বাড়ি তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়—ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের পর স্থানীয় সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসে। তারা আগুন ছড়িয়ে পড়তে দেয়নি। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও তারা আসার আগেই স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ধরণের আতশবাড়ি বন্ধ না করা হলে বিভিন্ন সময়ে আগুনের সূত্রপাতের কারণে প্রতিবেশি গরীব মানুষের বাড়িঘর পুড়ে নিস্ব হয়ে যায়। সরকারে উচিৎ এসব আতশবাজি বন্ধে খুবই দ্রুত ব্যবস্থা নেয়া’।