বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার দায়ে ইউপি সদস্যকে ১বছর কারাদণ্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি::

সরকারী নির্দেশ অমান্য করে পাহাড়কাটার দায়ে ঘুমধুমের আবুল কালাম মেম্বারের ১’বছর কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের আজুখাইয়া ফকিরপাড়া এলাকায় ইটভাটা সংলগ্ন স্থানে পাহাড় ও টিলা কর্তন ও মোচনের দায়ে এ আদেশ দেন বিজ্ঞ আদালত।

কারাদন্ডাদেশ পাওয়া ব্যক্তি হলেন,আবুল কালাম চৌধুরী (৪০) পিতা: মৃত ইমাম উদ্দিন -কে এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ -এর ধারা ৬ (খ) অনুযায়ী ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় পাহাড় ও টিলা কর্তন বা মোচন এবং অবৈধভাবে বালু উত্তোলনসহ এ সংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিবৃত্ত থাকার জন্য উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান ব্যক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিজ্ঞ বিচারক এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমেন শর্মা বলেন, যারা পাহাড়-টিলা কেটে পরিবেশের ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত।


আরো খবর: