শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রার্থি বাছাইয়ের বিতর্কে অংশে নেবেন না ট্রাম্প

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
প্রার্থি বাছাইয়ের বিতর্কে অংশে নেবেন না ট্রাম্প


ওয়াশিংটন, ২১ আগস্ট – রিপাবলিকান পার্টির পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রথম বিতর্কে অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজেকে সুপরিচিত দাবি করে তিনি বলেন, মানুষ জানে প্রেসিডেন্ট হিসাবে তিনি কতটা সফল। তাই বিতর্কে অংশ নেয়ার প্রয়োজন নেই তার।

সোমবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, আগামী ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী বেছে নেয়ার প্রথম বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা আছে। তবে সেখানে অংশ নেবেন না ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে সাবেক প্রেসিডেন্ট লিখেছেন, জনগণ জানে আমি কেমন। প্রেসিডেন্ট হিসাবে কতখানি সফল ছিলাম। তাই আমি কোনো বিতর্কেই অংশ নেব না। এর আগে গত জুনে এই বিতর্কের মডারেটরকে একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘মাত্র ১ বা ২ শতাংশ ভোট পেয়েছে, এমন প্রার্থীরা আমাকে কেন প্রশ্ন করবে?

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের আগে একাধিক মামলায় জর্জরিত ট্রাম্প। ইতিমধ্যেই কয়েকটি মামলায় তাকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। নির্বাচনের আগেই শুরু হবে বিচার প্রক্রিয়া। তবে কোনো সমস্যাই ট্রাম্পকে দমাতে পারেনি বলেই অনুমান করা যায়। বিতর্কে অংশ না নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চাওয়া তারই প্রমাণ।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সবশেষ রিপাবলিকান ভোটারদের মধ্যে হওয়া একটি জরিপে দেখা গেছে, নিজের দলের প্রার্থীদেরই মধ্যে জনপ্রিয়তায় বেশ এগিয়ে ট্রাম্প। প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী হওয়ার জন্য ৬২ শতাংশ ভোট পেয়ে সবার চেয়ে এগিয়ে তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী রন ডিস্যান্টিসের প্রতি সমর্থন মাত্র ১৬ শতাংশ। সূত্র : বিবিসি, রয়টার্স

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ আগস্ট ২০২৩





আরো খবর: