বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে র‍্যাবের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার, ২ মাদক কারবারী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের টেকনাফের উত্তর নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫। এসময় ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন উত্তর নয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুই মাদক কারবারীকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রফিক (৪৪) ও শামসুল আলম (৪০)। তারা উভয়েই টেকনাফ থানার উত্তর নয়াপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৮ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ থানা এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।


আরো খবর: