নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবা পাচারের সময় এক ইজিবাইক চালককে আটক করেছে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইজিবাইক চালকের নাম মো. ইউনুস আলী (৩৪)। তিনি টেকনাফ উপজেলার উলুচামারী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম ও তার সহযোগীরা বৃহস্পতিবার সকালে নিয়মিত চেকপোস্ট ডিউটি করছিলেন। এসময় তারা কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজ এলাকায় একটি ইজিবাইক দেখতে পান। ইজিবাইক চালক পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে আটক করে তার ইজিবাইক তল্লাশি করে ২২০০ পিস ইয়াবা উদ্ধার করে।
ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী।
তিনি জানান, আটককৃত ইউনুস আলীকে টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।