শিরোনাম ::
রামু প্রেস ক্লাবের জরুরী সভায় সাংগঠনিক সম্পাদকসহ ৫ জন বহিস্কার চকরিয়ায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কাঠুরিয়া নিহত, রাতে জঙ্গল থেকে মরদেহ উদ্ধার টেকনাফে মুক্তিপণে ছাড়া পেল অপহৃত দুইজন অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি ৩০০ জনের বিরুদ্ধে মামলা, আটক যুবক কারাগারে উখিয়া-টেকনাফের চালের কার্ড অন্য জেলায় হস্তান্তরের পায়তারা, ফুঁসে উঠেছে এলাকাবাসী ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক-কর্মচারিদের কর্মবিরতি, চকরিয়ার মানিকপুরে সড়ক বনায়নের বিপুল গাছ কেটে লুটে নিয়ে যাচ্ছে দুবৃর্ত্তরা
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ডেঙ্গু আক্রান্ত রোহিঙ্গা শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আনাস আবেদিন নামে আড়াই বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।

রোববার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৪ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১০ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে এবং ৩ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া আক্রান্ত আরও ৪৫ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনাস আবেদিন নামে দুই বছর ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গু শক সিনড্রোম’ উল্লেখ করা হয়েছে।

মৃতের বাবা মো. ইলিয়াস সারাবাংলাকে জানিয়েছেন, মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসার পর তারা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কুতপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন। জ্বরে আক্রান্ত তার ছেলে আনাসকে শনিবার সকাল পৌনে ৭টায় হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চলতি বছর চট্টগ্রামে মোট ৪ হাজার ৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৩৭৯২ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

চলতি আগস্ট মাসে ১২৭৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে জুলাই মাসে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, ২ হাজার ৩১১ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ৫৩ জন এবং জুন মাসে ২৮৩ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর মারা যাওয়া ৩৩ জনের মধ্যে শিশু-কিশোর মিলিয়ে ১৫ জন, ৮ জন পুরুষ এবং ১০ জন নারী আছেন। এর মধ্যে জানুয়ারিতে ৩ জন, জুনে ৬ জন, জুলাইয়ে ১৬ জন এবং আগস্ট মাসের ১২ দিনে ৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে ৫ জন মারা গিয়েছিল।


আরো খবর: