শিরোনাম ::
চকরিয়ায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ১৪ আসামি গ্রেফতার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বন্ধে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে হবে উখিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ বেড়ে ১৪৫ ঈদে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু মিয়ানমারে পৌঁছেছে বাংলাদেশের ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা দল ৯০ বছর বয়সে মারা গেলেন ‘শোগান’ তারকা রিচার্ড চেম্বারলেইন নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নিজের গোপন তথ্য ফাঁস করলেন শাহরুখ

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩


মুম্বাই, ১৩ আগস্ট – বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খান কোনও রাখঢাক না রেখেই খোলামেলা জীবনযাপন করতে পছন্দ করেন। সিনেপ্রেমীরা এ কথা কম-বেশি জানেন। বলিউডের নামিদামি সব পরিচালকের সিনেমায় অভিনয় করেছেন এসআরকে। প্রায় সিনেমাই হয়েছিল সুপারহিট।

শাহরুখের সঙ্গে যারা কাজ করেন, তারা এটাও জানে, তিনি শুটিং সেটে দেরি করে আসেন। কখনোই সঠিক সময়ে সেটে পৌঁছাতে পারেন না খান সাহেব। অবশ্য শুটিং সেরে সবার শেষেই বাসায় ফেরেন তিনি।

শুটিং সেটে দেরি করার তথ্য পুরনো হলেও এবার নতুন সামনে আনলেন শাহরুখ খান নিজেই। ‘জওয়ান’ সিনেমা মুক্তির আগেই নিজেই নিজের গোপন তথ্য ফাঁস করে আলোচনায় বলিউড বাদশাহ।

ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলার খবরে বলা হয়, শাহরুখের নিজের হাতে লেখা চিঠি সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। ছয় পাতার সেই চিঠিতে অভিনেতার ছোটবেলার গল্প উঠে এসেছে।

শাহরুখ সেই চিঠিতে লিখেছেন, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক তার। আর দারুণ নকল করার ক্ষমতা। প্রথমে হেমা মালিনীর মতো ব্যক্তিত্বকে নকল করতেন। তালিকায় একে একে যোগ দেন দেব আনন্দ, পৃথ্বীরাজ কাপুর, রাজ বব্বর প্রমুখ।

চিঠি থেকে আরও জানা যায়, শাহরুখের বাবার রেস্তোরাঁ ছিল। সেখানেও প্রথম সারির তারকারা আসতেন। ফলে, তাদের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল কিং খানের। এবং সেটাই তার মনে গভীর প্রভাব বিস্তার করেছিল।

ধারণা করা হচ্ছে, শাহরুখের চিঠিটি সম্ভবত তার কলেজের সময়ের। তিনি তখন দিল্লির হন্সরাজ কলেজে ফাইনাল ইয়ারে পড়তেন। সেই সময় তিনি চিঠিতে নিজের ছেলেবেলার কথা জানিয়েছেন।

শাহরুখের ছেলেবেলা সম্পর্কে আরও জানা যায়, নকলের পাশাপাশি আরও একটি কাজ পারতেন তিনি। ছোট থেকেই ঊর্দুতে শায়েরি লিখতে পারতেন। সেই শায়েরি নিজে পড়ে শোনাতেন সবাইকে। তার শায়েরি, গালের টোল, মিষ্টি হাসি— তারকাদের সহজেই মন জয় করে নিত। পরিচালকেরা খুব পছন্দ করতেন তাকে। তিনিও যেন স্বপ্নের রাজ্যে বিচরণ করতেন। আর মনে মনে স্বপ্ন দেখতেন, বড় হয়ে নায়ক হবেন।

আইএ/ ১৩ আগস্ট ২০২৩


আরো খবর: