শিরোনাম ::
সত্য প্রকাশই হোক গণমাধ্যমের একমাত্র অঙ্গিকার: কক্সবাজারে বিএফজেইউ মহাসচিব কাদের গনি চৌধুরী সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে নিহত ১ টেকনাফে আবারও দুইজনকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩ চকরিয়ায় তুলে নিয়ে যুবকের হাত শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসী চকরিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামি গ্রেফতার পেকুয়ায় থানার ভেতরে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে জখম, আটক ১ চকরিয়ায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ১৪ আসামি গ্রেফতার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বন্ধে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে হবে
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৩০ বিজিবি’র ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

কক্সবাজারে অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে রামু বিজিবি (৩০ ব্যাটালিয়ন) এর ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার রিজিয়ন, রামু সেক্টর এবং রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (৯ আগষ্ট) সকালে রামু সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান কবীর, রামু ৩০ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মোহাম্মদ জসীম উদ্দিন এর নেতৃত্বে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মহোদয় এর সার্বিক দিক-নির্দেশনায় অনুযায়ী রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর ব্যবস্থাপনায় জোয়ারিয়ানালা, রশিদনগর, গর্জনিয়া এবং কচ্ছপিয়া এলাকায় প্রাকৃতিক দুর্যোগ ও ভারী/অতি বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসের কারনে ক্ষতিগ্রস্ত ৩৫০ জন অসহায়, নিম্ন আয়ের গরিব ও দুস্থদের মাঝে চাউল, ডাল, চিনি, সোয়াবিন তৈল, চিড়া ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো খবর: