চকরিয়ায় নিখোঁজের ৩ দিন পর আনোয়ার হোসেন (৭৩) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকাল ৯ টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় সড়কের পাশে মিলেছে এই মরদেহ।
আনোয়ার হোসেন ওই এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। তিনি রবিবার জোহুরের নামায আদায় করতে বের হয়ে আর ঘরে ফিরেননি বলে জানিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিম।
তিনি জানিয়েছেন, নামাজ পড়তে গিয়ে এই বৃদ্ধ হয়তো পানি ঢলে ভেসে গিয়েছিলো। এরপর থেকে নিখোঁজ ছিলেন। বুধবার বন্যার পানি নেমে যাওয়া শুরু করে। এতে সড়কের পাশে পাওয়া যায় এই মরদেহ। প্রশাসককে অবহিত করে মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, স্থানীয় চেয়ারম্যান বিষয়টি তাকে অবহিত করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
চলমান বন্যা পরিস্থিতিতে কক্সবাজারে এই নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রামুতে পানিতে ডুবে এক শিশু, পেকুয়ায় সাপের কামড়ে এক ব্যবসায়ী, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ জন এবং চকরিয়ায় পাহাড় ধসে দেয়াল চাপা ও পানিতে ভেসে ৩ জনের মৃত্যু হয়।