বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর উখিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি উখিয়া সালেহ আহমদ।

ইসলামিক ফাউন্ডেশন উখিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী ও কর্মকাণ্ডের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাবিবা জাহান, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী। তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন এবং মুক্তিকামী মানুষদের সার্বিক সহায়তা ও ভরসা দিয়েছেন। তিনি ছিলেন সংগ্রামী নারী জাগরণের অগ্রপথিক।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে সভার সভাপতি ও অতিথিবৃন্দ স্বামী পরিত্যক্তা, বিধবা ও এতিম পাঁচজন মহিলাকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উখিয়ার পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করেন। সেলাই মেশিন প্রাপ্তরা হলেন তাসফিয়া জান্নাত, সানজিদা আলম আকলিমা, মনোয়ারা বেগম, সাবেকুনাহার ও জেসমিন আক্তার।


আরো খবর: