বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে একজনের আমৃত্যু, দুজনের যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

কক্সবাজারে হত্যা মামলায় এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া যাবজ্জীবন আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের আনোয়ার হোসেন। যাবজ্জীবন সাজপ্রাপ্ত আসামিরা হলেন- একই এলাকার জমির উদ্দিন ও আলী আকবর।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর খিলছাদক গ্রামের জমিতে একই এলাকার মোহাম্মদ হোছেন রবি শস্যের কাজ করার সময় জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে আনোয়ার হোসেন, জমির উদ্দিন এবং আলী আকবর তার ওপর হামলা করেন। হামলায় মোহাম্মদ হোছেন ঘটনাস্থলে নিহত হন।

এ ঘটনায় নিহতের ভাই ছিদ্দিক আহমদ বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে তিনজনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ এনে ২০১৫ সালের ১৪ মার্চ তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেন।

মামলাটি ২০১৬ সালের ৩ আগস্ট আদালতে চার্জ (অভিযোগ) গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়। পরে মামলার সব কার্যক্রম সম্পন্ন করে সোমবার দিন ধার্য করেন আদালত। এদিন মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।


আরো খবর: