শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সিঙ্গাপুরে প্রায় ২০ বছরের মধ্যে প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
সিঙ্গাপুরে প্রায় ২০ বছরের মধ্যে প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর


সিঙ্গাপুর, ২৯ জুলাই – প্রায় ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করল সিঙ্গাপুর। শুক্রবার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দেশটির কর্মকর্তারা এটি নিশ্চিত করেছেন। খবর বিবিসি।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সিঙ্গাপুরের ওই নাগরিকের নাম সারিদেউই জামানি। ২০১৮ সালে ৩০ গ্রাম হেরোইন পাচারের দায়ে তিনি দোষী সাব্যস্ত হন।

সিঙ্গাপুরে মাদক মামলায় দোষী সাব্যস্ত আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে চলতি সপ্তাহে। জামানির আগে মোহাম্মদ আজিজ বিন হুসাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০২২ সালের মার্চের পর থেকে মৃত্যুদণ্ড কার্যকর করা আসামিদের মধ্যে জামানি ১৫তম।

সিঙ্গাপুরে বিশ্বের সবচেয়ে কঠোর কিছু মাদকবিরোধী আইন রয়েছে। দেশটি মনে করে, সমাজের সুরক্ষায় এসব আইন প্রয়োজনীয়।

সিঙ্গাপুরের আইন এটি সুনির্দিষ্ট করে দিয়েছে যে, ৫০০ গ্রাম গাঁজা কিংবা ১৫ গ্রাম হেরোইন পাচারকালে কেউ ধরা পড়লে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড।

সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) এক বিবৃতিতে বলেছে, ২০১৮ সালের ৬ জুলাই জামানির মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। আইনের মধ্যে সম্পূর্ণ যথাযথ প্রক্রিয়া এক্ষেত্রে অনুসরণ করা হয়েছে।

গেল বছরের ৬ অক্টোবর রায়ের বিরুদ্ধে করা আপিল শহরের সর্বোচ্চ আদালত খারিজ করে দেয়। রাষ্ট্রপতির ক্ষমার জন্য একটি আবেদনও ব্যর্থ হয়েছে, কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।

গেল বুধবার মোহাম্মদ আজিজ বিন হুসাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১৭ সালে ৫০ গ্রাম হেরোইন পাচারের মামলায় তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ২৯ জুলাই ২০২৩





আরো খবর: