শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে চুরির অভিযোগে বরখাস্ত পুলিশ সদস্য

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

কক্সবাজারের টেকনাফে এক দোকান থেকে শিশুদের দোলনা চুরির অভিযোগ উঠেছে আমর্ড পুলিশ (এপিবিএন)-এর এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে।

রফিকুল ইসলাম (২৬) নামে ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্য টেকনাফ জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পে (১৬ এপিবিএন) কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কক্সবাজার এপিবিএন সদরে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ এপিবিএন এর দায়িত্বরত কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী।

তিনি জানান, দোলনা চুরি করতে গিয়ে আটক হওয়া এক পুলিশ সদস্য (কনস্টেবল)-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় মামলাসহ পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ ব্যাপারে দোকানের মালিক মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, একজন ভদ্রলোক দোকানে এসে পুলিশ পরিচয় দিয়ে শিশুদের দোলনাটি কেনার জন্য দাম জানতে চান।

পরে আমি আমার দোকানের পার্শ্ববর্তী একটি খাবার দোকানে নাস্তা করতে যাই। এসে দেখি ওই পুলিশ সদস্য যে দোলনা দাম করেছিলেন সেটি নেই। তখন দোলনাটি খুঁজলে এক দোকানদার খবর দেয় তার দোকানে বিক্রি করতে গেছে।

এ খবরে ওই দোকানে ছুটে যাই। গিয়ে দেখি দোলনাটি তার সঙ্গে রয়েছে। পরে আমি স্থানীয়দের সহায়তায় তাকে টেকনাফ থানায় নিয়ে আসি।

এই বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত নাছির উদ্দীন মজুমদার বলেন, কয়েকজন দোকানদার দোলনা চুরির অভিযোগে এক পুলিশ সদস্যকে আমার থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরো খবর: