শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়া অপহণের ১১ ঘন্টা পর অপহৃত ভিকটিম উদ্ধারঃ দুই অপহরণকারী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় অপহরণ করে জিন্মি রেখে মুক্তিপণ দাবীর ১১ ঘন্টা পর অপহৃত মো. কুতুব উদ্দিন (৩১) কে উদ্ধার করেছে পুলিশ। এসময় মুক্তিপণের টাকা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুই অপহরণকারী। সোমবার রাত ১১টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা বাস স্টেশন থেকে অপহৃত উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। ভিকটিম কুতুব উদ্দিন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেধাকচ্ছপিয়া গ্রামের নুরুল আলমের ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিমান বন্দর পাড়ার ওবায়দুল হকের ছেলে মাজহারুল ইসলাম (৩৫) ও একই এলাকার নুরুল আলমের ছেলে সৈয়দ মোহাম্মদ পারভেজ (৫০)। মঙ্গলবার দুপুরে চকরিয়া থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে ব্যক্তিগত কাজে হারবাংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয় কুতুব উদ্দিন। চিরিঙ্গা বাস স্টেশনে নামার পর টেম্পু যোগে হারবাং যাওয়ার জন্য অপেক্ষা করার মুহূর্তে ৫ যুবক এসে কুতুব উদ্দিনকে কথা আছে বলে পাশের একটি ফাঁকা বিল্ডিং ঘরের ভিতরে নিয়ে যায়। পরে তার কাছ থেকে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন। এসময় তা দিতে অপারগ হলে তার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেয়। পরে মোবাইলে বিকাশ একাউন্টে থাকা ৩৫ হাজার টাকা পিনকোড নিয়ে উঠিয়ে ফেলে। তার মোবাইল থেকে স্ত্রীর কাছে আরো তিন লক্ষ টাকা দাবী করেন।
এ বিষয়টি স্ত্রী কুতুর উদ্দিনের ভাইকে জানানোর পর তিনি চকরিয়া থানায় অবহিত করেন। পরে চকরিয়া থানার পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান সনাক্ত করে মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে অপহরণকারী চক্রের সদস্যদের বিকাশের দোকানে আসতে বলে। এসময় তারা দোকানে আসলে পুলিশ দুই অপহরণকারীকে গ্রেফতার ও তাদের হেফাজতে থাকা কুতুবউদ্দিনকে উদ্ধার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপহরণকারীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চলছে। ##


আরো খবর: