শিরোনাম ::
চকরিয়ায় পর্নোগ্রাফি আইনে দুইজন বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেফতার চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান মুরগির বাচ্চায় প্রতিদিন ৯ কোটি টাকা ‘লুট’, খামার বন্ধের হুঁশিয়ারি সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যুদ্ধে হারানো ৫০ শতাংশ ভূখণ্ড পুনর্দখল করেছে কিয়েভ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
যুদ্ধে হারানো ৫০ শতাংশ ভূখণ্ড পুনর্দখল করেছে কিয়েভ


ওয়াশিংটন, ২৩ জুলাই – মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়া আক্রমণ চালিয়ে প্রাথমিকভাবে ইউক্রেনের যেসব ভূখণ্ড দখলে নিয়েছিল, তার অর্ধেকের নিয়ন্ত্রণ কিয়েভ পুনরুদ্ধার করেছে। বাকি ভূখণ্ডের দখল পুনরুদ্ধারে কিয়েভ অত্যন্ত কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছে।

রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন ব্লিঙ্কেন। তিনি বলেছেন, প্রাথমিকভাবে যেসব ভূখণ্ড দখল করা হয়েছিল, তার প্রায় ৫০ শতাংশ ইতোমধ্যে ফেরত নিয়েছে ইউক্রেন।

তিনি বলেন, ‘এখনও তুলনামূলক পাল্টা আক্রমণের প্রাথমিক সময় চলছে। এটি কঠিন। এটি আগামী সপ্তাহ বা আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে না। আমি মনে করি, আমরা এখনও কয়েক মাসের দিকে তাকিয়ে আছি।’

এদিকে, গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণ শুরু করার পর ইউক্রেন শিগগিরই মস্কোর সামরিক বাহিনীকে কিয়েভের ভূখণ্ড থেকে হটিয়ে দিতে পারে, এমন আশা ক্ষীণ হয়ে আসছে। কারণ কিয়েভের সৈন্যরা দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ সৈন্যদের সাথে লড়াইয়ে হিমশিম খাচ্ছে।

গত মাসের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগতি প্রত্যাশার তুলনায় ধীর হচ্ছে। তবে ত্বরান্বিত করার জন্য কিয়েভের ওপর কোনও চাপ নাই।

সিএনএনকে দেওয়া বিশেষ এই সাক্ষাৎকারে ব্লিঙ্কেন চীনের সাথে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের ব্যাপারেও কথা বলেছেন। তিনি বলেছেন, চীনের সাথে যোগাযোগের লাইন শক্তি করার চেষ্টা চলছে। বৈশ্বিক দুই পরাশক্তির মাঝে সংঘর্ষ এড়াতে এই প্রচেষ্টা নেওয়া হয়েছে।

ব্লিঙ্কেন বলেছেন, ‘আমরা সম্পর্কের মধ্যে কিছুটা স্থিতিশীলতা আনার জন্য, সম্পর্কের ভিত্তি স্থাপন করার জন্য, আমরা যে প্রতিযোগিতায় আছি তা যেন দ্বন্দ্বে রূপ না নেয় তা নিশ্চিত করার জন্য কাজ করছি।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ জুলাই ২০২৩





আরো খবর: