ওষুধের কৌটায় ভরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছেন স্বামী-স্ত্রী। এমন সংবাদে পুলিশ গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে আটক করেছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লী এলাকায়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সুবর্ননগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোশাহিদ মিয়া (৫৫) ও তার স্ত্রী লাকী বেগম (৩৫)।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে ওষুধের কৌটায় ভরে ইয়াবা বিক্রি করে আসছিল তারা। আমরা গোপন সংবাদের এমন তথ্যে পেয়ে মঙ্গলবার রাতে সুবর্ননগর গ্রামের মোশাহিদ মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওই স্বামী-স্ত্রীকে আটক করি। এসময় তল্লাশিকালে বসতঘর থেকে ইয়াবা বিক্রির ৩৫ হাজার ৭৫০ টাকা ও ওষুধের কৌটা ভর্তি ৫২ পিছ ইয়াবা জব্দ করা হয়।
যার বাজার মূল্য প্রায় ১৬ হাজার টাকা। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মাদক ব্যবসায়ী ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় দুটি ও জগন্নাথপুর থানায় আরো একটি মাদক মামলা রয়েছে।’