ইয়াবা ব্যবসায়ী মেয়েজামাইয়ের প্রলোভনে ইয়াবা কিনতে গিয়ে শ্বশুর আটক হয়েছেন। আটককৃতের নাম- কাশেম শেখ (৬৬)।
এপিবিএন ও ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক ১
রোববার দুপুরের দিকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের মতিঝিল সার্কেল।
সার্কেল পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে চালানো এই অভিযানে আর দুই মাকদ কারবারিকে আটক করা হয়। তারা হলেন- মো. আব্দুল কুদ্দুস (৩২) ও মো. নিজাম উদ্দিন (২১)। আটকদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, আটকদের মধ্যে কক্সবাজারভিত্তিক মাদক পাচারকারী আব্দুল কুদ্দুস ও মীর রেডিমিক্স কোম্পানির হেল্পার নিজাম উদ্দিন।
আটকদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে সুব্রত সরকার বলেন, আটক আব্দুল কুদ্দুস একজন পেশাদার মাদক পাচারকারী। চট্টগ্রামের মাদক ব্যবসায়ী ইব্রাহিমের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা নিয়ে মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার মাদক ব্যবসায়ী মো. রিপনের কাছে বিক্রয় করার জন্য এসেছিলেন।
রিপন মীর রেডিমিক্স কংক্রিটের একজন গাড়িচালক। ইয়াবাগুলো সংগ্রহের জন্য তার গাড়ির হেল্পার নিজাম উদ্দিন এবং শ্বশুর কাশেম শেখকে পাঠান। নিজাম উদ্দিন খুচরা মাদক ব্যবসায়ী এবং কাশেম শেখ মেয়েজামাইয়ের প্রলোভনে পড়ে ইয়াবা পাচারে জড়িত হন।
আটকের সময় থেকে দেহ তল্লাশি করে আব্দুল কুদ্দুসের কাছ থেকে ৯ হাজার পিস, নিজাম উদ্দিনের কাছ থেকে ৬০০ এবং কাশেম শেখের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা দীর্ঘদিন ধরে মাদক পাচারে যুক্ত উল্লেখ করে সুব্রত সরকার শুভ বলেন, তাদের ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ করা হয়েছে। যার পরীক্ষা-নীরিক্ষা চলছে। আটকদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।