শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মারা গেছেন চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতা পারভেজ বাবু

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালের আইসিইউতে
টানা ১১ দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে অবশেষে মারা গেছেন কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা পারভেজ বাবু (৩৫)। গতকাল রোববার ১৬ জুলাই সকাল আনুমানিক আটটার দিকে চিকিৎসাধীনবস্থায় মারা যান তিনি। গত ৫ জুলাই সকালে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের তরছপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকারা মোহাম্মদ ইউছুপের নেতৃত্বে সন্ত্রাসীরা পারভেজ বাবুর উপর হামলা চালায়। নিহত পারভেজ বাবু চকরিয়া পৌর যুবলীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও স্থানীয় তরছপাড়া এলাকার নাজেম উদ্দিনের ছেলে।

নিহতের বাবা নাজেম উদ্দিন জানান, চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের তরছপাড়া এলাকায় তার বসতঘরের পাশে ১৯৯১ সালে স্থানীয় আশেক ও নুরু গং থেকে ২৪ কড়া জমি ক্রয় করে ভোগদখলে রয়েছেন। জমির চারপাশে ঘেরাবেড়া দিয়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়।
সম্প্রতি সময়ে জমির দাম বেড়ে যাওয়ায় তার জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার ইছাক আহমদের পুত্র মোহাম্মদ ইউছুপের। এরই জেরধরে মোহাম্মদ ইউছুপের নেতৃত্বে ৫-৭ জন সন্ত্রাসী ওই জমি দখল নিতে একাধিকবার হামলা করেছে।

তিনি বলেন, সর্বশেষ গত ৫ জুলাই সন্ত্রাসী ইউছুপের নেতৃত্বে জোরপূর্বকভাবে দখলের চেষ্ঠা করে। এসময় তার পুত্র পারভেজ বাবু বাধা দিলে তার উপর অর্তকিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় তার মাথা ও ডান চোখ মারাত্মকভাবে আঘাত পান। লোহার রড দিয়ে তার বাম পা ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। পরে স্বজনরা যুবলীগ নেতাকে বাবুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল ভর্তি করে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় টানা ১১ দিন পর গতকাল ১৬ জুলাই সকাল ৮টার দিকে মৃত্যুরকুলে ঢলে পড়ে বাবু।

নিহতের বাবা নাজেম উদ্দিন জানান, তার ক্রয়কৃত জমি দখল নিতে পরিকল্পিতভাবে পারভেজ বাবুকে হত্যা করে। এখনো ঘটনার সাথে জড়িত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো নানাভাবে হুমকি দিচ্ছেন সন্ত্রাসী ইউছুপ।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. আবদুল জব্বার জানান, পারভেজ বাবুর উপর হামলার ঘটনায় প্রথমে মামলা নেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাবু। নিহতের পরিবার হত্যাকান্ডের নতুন এজাহার দিলে মামলা নেওয়া হবে। আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।


আরো খবর: