শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে গাঁজাসহ তিন রোহিঙ্গা নারী আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা সহ তিন রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে রামুর গোল চত্বর বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আব্দুল গনির স্ত্রী আমিনা খাতুন, মোহাম্মদ উল্লাহর স্ত্রী আনোয়ারা বেগম ও সমছুর আলমের স্ত্রী আমিনা বেগম। তারা সবাই টেকনাফ মোচনী ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার ( ল’ এন্ড মিড়িয়া) মো. আবু সালাম চৌধুরী।

মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন নারী মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করার জন্য চকরিয়া থেকে বাস করে কক্সবাজারের উদ্দেশ্য আসছিলেন বলে খবর পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ এর চৌকস দল রামু উপজেলার গোল চত্বর বাইপাস এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এসময় শ্যামলী বাস তল্লাশি করে ২৮ কেজি গাঁজাসহ তিন জন রোহিঙ্গা নারী মাদক কারবারি কে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়, তারা মায়ানমারের নাগরিক এবং তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন পন্থা অবলম্বন করে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন।

উদ্ধারকৃত মাদক ও আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।


আরো খবর: