শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুর মনিরঝিলের ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি কমল

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

সোয়েব সাঈদ, রামু::

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১ টা থেকে পায়ে হেঁটে এলাকার প্রধান সড়কসহ অলিগলি পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করছে। তাঁরই অংশ হিসেবে মনিরঝিল গ্রামে সোনাইছড়ি খালে সেতু নির্মাণ সহ ব্যাপক উন্নয়নের কাজ চলমান রয়েছে। প্রধান সড়ক সংস্কারে ৫০০ মিটার কার্পেটিং (বিসি) দ্বারা উন্নয়নে দরপত্রের কাজ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার শীঘ্রই কাজ শুরু করবেন। তিনি বলেন, সড়কের আরো ২ কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিটিজি থ্রি প্রকল্পে অনুমোদনের জন্য ডিপিপি’র তালিকায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই চলতি অর্থ বছরে ২ কিলোমিটার সড়ক এইচবিবি দ্বারা উন্নয়ন করা হবে।

সড়কের খানাখন্দ অংশ সমুহ স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী, মেম্বার, সমাজসেবক, টমটম, সিএনজি চালক ও শ্রমজীবী মানুষ যারা স্বেচ্ছাশ্রমে সংস্কারের উদ্যোগ নিয়েছেন সকলকে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি ধন্যবাদ জানিয়ে বলেন মনিরঝিলের প্রধান সড়ক ও উপ সড়কগুলো সংস্কার, মনিরঝিল-কাউয়ারখোপ সংযোগ সেতুর নির্মাণ কাজ আগামী তিন মাসের মধ্যে দৃশ্যমান হবে।
পরিদর্শনকালে এমপি কমল বাঁকখালী নদীর মনিরঝিল-কাউয়ারখোপ খেয়াঘাটের বিরাজমান সমস্যা সমাধান করেন।
পরিদর্শন পরবর্তী সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল জঙলীপীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছলে মাদ্রাসার সহ-সুপার মাওলানা তারেকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা ফুলেল স্বাগত জানান। এসময় এমপি কমল মাদ্রাসার উন্নয়নে দুই লক্ষ টাকা অনুদান দেয়ার কথা জানান।
মনিরঝিল পরিদর্শনকালে সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন, প্রবীন আওয়ামী লীগ নেতা তৈয়ব উদ্দিন সিরাজ, মোহাম্মদ হোছন, নুরুল ইসলাম, ১নং ওয়ার্ডের মেম্বার মীর কাসেম, ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, যুবনেতা ঈমাম হোসেন ইমরান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল মনসুর সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো খবর: