শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কাতার প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিন সদস্যের বিশিষ্ট কাতার প্রতিনিধি দল।
হেড অব অপারেশন নোয়াফ আবদুল্লাহ এ এইচ আল হামাদি এর নেতৃত্বে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১১ পরিদর্শন করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, কাতার চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) ডাঃ মোঃ আমিন হাফিজ ওমর, ও কাতার চ্যারিটির বাংলাদেশ এর ত্রাণ সমন্বয়কারী তানভীর ইলাহী।

বহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১টায় প্রতিনিধি দলটি বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এ/৫ ব্লকে নতুন নির্মাণাধীন ২১৫ টি সেড ভিউ পরিদর্শন করেন এবং মায়ানমার সরকারের নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করেন।

পরে এ/৩ ব্লকে অবস্হিত আইওএম পরিচালিত এনজিও ফায়ার প্রতিক্রিয়া পরিদর্শন করেন। এসময় উপস্থিত কর্মকর্তা তাদের কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করেন ও ক্যাম্পের ভিতরে আগুন লাগলে তাদের করনীয় সম্পর্কে অবগত করেন এবং রোহিঙ্গাদের জীবন যাত্রার মান উন্নয়ন সম্পর্কে তুলে ধরেন।

বিকালে প্রতিনিধি টীমটি ক্যাম্প ১৮ পরিদর্শন করেন।


আরো খবর: