উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকালে একটি দেশীয় অস্ত্র ও ৫০ রাউন্ড গুলিসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্রসহ রামু এলাকা হতে বাস যোগে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্র পাচার করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহাম্মদ রাসেল পিপিএম-সেবা এর নেতৃত্বে উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলীসহ সঙ্গীয় ফোর্স উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং দারুল কোরআন ইসলামী মাদ্রাসার সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চালিয়ে টেকনাফগামী বাসগাড়ী থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান এবং ৫০ রাউন্ড তাজা গুলিসহ আব্দুল আজিজ (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগমকে আটক করেন।
আবদুল আজিজ কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফজল করিমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসীদের কাছে অস্ত্রগুলো হস্তান্তরের জন্য তারা নিয়ে যাচ্ছিলো।
উল্লেখ্য, জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম বার এর নির্দেশে কক্সবাজার জেলায় পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এই অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চিহ্নিত আসামীদের গ্রেফতারের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।