শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের ৯২ শতাংশই রোহিঙ্গা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩

কক্সবাজারে চলতি বছরের জানুয়ারি থেকে গত ১০ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ২ হাজার ১৩৪ জন। এর মধ্যে ১ হাজার ৯৫৮ জনই রোহিঙ্গা। শতকরা হিসাবে যা মোট আক্রান্তের প্রায় ৯২ ভাগ। এই ছয় মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ রোহিঙ্গা মারাও গেছেন।
কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ পংকজ পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

পংকজ পাল জানান, কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলায় মঙ্গলবার ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার আট স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন ১২ ডেঙ্গু রোগী। গত ছয় মাসে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ২ হাজার ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯০৫ জন রোহিঙ্গা ও ১০২ জন ক্যাম্প-সংলগ্ন স্থানীয় মানুষ।

এর বাইরে জেলা সদর হাসপাতালসহ আট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১২৭ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। যাদের মধ্যে ৭৪ জন স্থানীয় এবং ৫৩ জন রোহিঙ্গা। সর্বশেষ গত ২৩ জুন একজনের মৃত্যু নিয়ে গত ছয় মাসে ৪ জনের মৃত্যু হয়েছে, যারা সবাই রোহিঙ্গা।

এ বছর কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় একটু কম উল্লেখ করে পংকজ পাল জানান, ২০২২ সালে জেলায় মোট ১৯ হাজার ২৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। যার মধ্যে ১৫ হাজার ৬৩৬ জন রোহিঙ্গা ও ৩ হাজার ৫৮৫ জন স্থানীয় ছিলেন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছিল।

কক্সবাজার সিভিল সার্জন বিপাশ খীসা জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রস্তুত রয়েছে সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। সচেতনতা কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমে থাকলে তা পরিষ্কার করা হচ্ছে।


আরো খবর: