কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন চাকমারকুল-২১ নম্বর ক্যাম্পের ই/২ ব্লক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতিতে চাকমারকুল-২১ নম্বর ক্যাম্পের কাঁটাতারের ৪০০ মিটার বাইরে থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে লাশটি রেখে চলে গেছে। আমরা এই লাশের পরিচয় সনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, লাশটি সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।