শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পাকিস্তান ভারতে খেলতে যাবে না

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১০ জুলাই, ২০২৩
পাকিস্তান ভারতে খেলতে যাবে না


ইসলামবাদ, ১০ জুলাই – পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি এখনও ঝুলে আছে সরকারের সিদ্ধান্তের ওপর। পাকিস্তান সরকারের গঠিত কমিটি সবুজ সংকেত দিলেই ভারতের টিকিট মিলবে পাকিস্তান ক্রিকেট দলের। এমনিতেই পরিস্থিতি রয়েছে উত্তপ্ত। সেই আগুনে রীতিমতো ঘি ঢেলে দিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি।

পাকিস্তানের বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণে দেশটির মন্ত্রিপরিষদের শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই কমিটি নির্ধারণ করবে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাবে কি না।

কমিটির প্রধান করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারিকে।

কিন্তু এই কমিটির সিদ্ধান্ত দেওয়ার আগেই বিস্ফোরক মন্তব্য করেছেন মাজারি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান।’

তিনি আরও বলেন, ‘যদি ভারত এশিয়া কাপের খেলায় নিরপেক্ষ ভেন্যু দাবি করতে পারে, আমরাও তাহলে ভারত বিশ্বকাপের ব্যাপারে একই দাবি করতে পারি।’

যদিও মূল সিদ্ধান্ত তিনি ছেড়ে দিয়েছেন কমিটির ওপর।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। আমি ১১ জন মন্ত্রীর মধ্যে একজন, যারা এই কমিটির অংশ হয়েছেন। আমরা সমস্যা নিয়ে আলোচনা করব এবং প্রধানমন্ত্রীকে আমাদের সুপারিশ জানাব, যিনি পিসিবির প্রধান পৃষ্ঠপোষকও। প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১০ জুলাই ২০২৩





আরো খবর: