শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা সহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

আটকৃত আসামী টেকনাফ উপজেলার পূর্ব মহেষখালীয়া পাড়ার নুরুল হোছনের পুত্র জসিম উদ্দিন (৩৪)।

৮ জুলাই শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়।

এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৫ জানায়,শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালীগামী পাকা রাস্তা উপর দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে টমটম গাড়ীসহ অবস্থান করছে।

উক্ত তথ্যের প্রেক্ষিতে ৮ জুলাই দুপুর সাড়ে ১২ টার সময় র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এক পর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে টমটম গাড়ি যোগে পালানোর চেষ্টাকালে জসিম উদ্দিন নামে একজন মাদক কারবারী আটক হয়। এসময় টমটম গাড়িটি জব্দ করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও টমটম গাড়িটি তল্লাশী করে চালকের আসনের নিচে ব্যাটারী বক্সের ভিতর হতে ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন জানায়, সে এবং পলাতক ব্যক্তি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে। পরবর্তীতে যানবাহন ব্যবহার করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।

র‌্যাব-১৫ অঅরও জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


আরো খবর: