শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে লড়তে হবে: নবনির্বাচিত মেয়র মাহাবুব

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩

শহরের কৃষি অফিস রোডে ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ফেডারেশন সভাপতি কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, “ব্যবসায়ী ও কর্মচারীদের উপর হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে লড়তে হবে। মার্কেটে কেউ অপকর্ম করতে চাইলে সহজেই ছাড় দেয়া হবে না। তাই সবার নিরাপত্তার স্বার্থে মার্কেটগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। তবেই অপরাধীদের দৌরাত্ম্য কমবে। পাশাপাশি মার্কেট পরিচালনা কমিটিকে সক্রিয় হতে হবে।”

কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বার্মিজ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মুছা কলিম উল্লাহ, মসজিদ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম ও সহ-সভাপতি নুর কবির চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সম্পাদক খালেদ ওমর রানা।

বক্তারা সংগঠিত ঘটনায় দ্রুত মামলা নেয়ায় পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও নুর পাড়ার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি প্রতিটি মার্কেটে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মার্কেট কমিটির দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিস রোড ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক শফিউল আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক হেলাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সদস্য কামরুল, নাছির উদ্দিন, আবু কালাম, আদিব চৌধুরীসহ জয়নাল, তৈয়ব, সোহেল, সোহাগ ফেডারেশনের আওতাভুক্ত বিভিন্ন সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।


আরো খবর: