ইসলামবাদ, ০৬ জুলাই – একটা সময়ে দেশের হয়ে একসঙ্গে খেলতেন ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ। ক্রিকেট দলের ক্যাপ্টেনকে দেশের প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছিলেন জাভেদ মিয়াঁদাদ। তবে সেই কাজের জন্য এখন আফসোস করেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন আক্ষেপ প্রকাশ করেন এই পাক ক্রিকেটার। খবর জিও নিউজের।
বরাবর ইমরানের সমর্থন করতেই দেখা গেছে সাবেক পাক ক্রিকেটারকে। তবে এবার একটি সাক্ষাৎকারে মিয়াঁদাদ জানান, পিটিআইপ্রধান ইমরান খান যেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন, তার জন্য সবরকম সাহায্য করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর একবারের জন্যও তাকে ধন্যবাদ জানাননি ইমরান। তার পরেই নিজের কাজের জন্য আক্ষেপ হয়েছে মিয়াঁদাদের।
তবে আক্ষেপ করেও কাপ্তানের প্রশংসাই শোনা গেছে মিয়াঁদাদের মুখে। তিনি বলেন, যখনই ইমরান জাতীয় দলের হয়ে খেলতেন, সবসময় চেষ্টা করতেন দল যেন খুব খারাপভাবে ম্যাচ না হারে। দলের কোনো সদস্যেরই ইমরানের ক্যাপ্টেন্সি নিয়ে আপত্তি ছিল না।
সূত্র: যুগান্তর
আইএ/ ০৬ জুলাই ২০২৩