মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাশিয়ার অভ্যন্তরে বিদ্রোহ নিয়ে যা বললেন জেলেনস্কি

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৪ জুন, ২০২৩
রাশিয়ার অভ্যন্তরে বিদ্রোহ নিয়ে যা বললেন জেলেনস্কি


কিয়েভ, ২৪ জুন – রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার যে বিদ্রোহের ঘোষণা দিয়েছে, এতে রাশিয়ার দুর্বলতা স্পষ্ট বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাতের হুমকি দেয়া পর ওয়াগনারের কর্মকাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট।

শনিবার এক টেলিগ্রাম বার্তায় তিনি রাশিয়াকে উদ্দেশ্যকে করে বলেন, যারা শয়তানের পথ বেঁচে নেয় তাদের ধ্বংস অনিবার্য। এছাড়া রাশিয়ার অবশ্যই দুর্বলতা রয়েছে। তবে তিনি রুশ প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ না করে রাশিয়ার নেতার ব্যাপক সমালোচনা করেছেন।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়া যতদিন ইউক্রেনে তাদের ভাড়াটে সৈন্য রাখবে ততদিন তাদের সমস্যার মধ্যে থাকতে হবে। তাদের জালা যন্ত্রণা পোহাতে হবে।

এদিকে রাশিয়ার ভাড়াটে সৈন্য বিদ্রোহ করায় উল্লাস করেছেন বখমুতে নিয়োজিত ইউক্রেনের সৈন্যরা।

বাখমুতের ছোট্ট শহর চাসিব ইয়ারের এক স্বাস্থ্যকর্মী উচ্ছ্বাসই প্রকাশ করে বলেন,রাশিয়ায় যদি বিপ্লব শুরু হয় তাহলে আমি মদপান করতে করতে মাতাল হয়ে যাব। তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এ সংকটের কারণে ইউক্রেনে হামলা আরও জোরদার করা হতে পারে। আরেক চিকিৎসক বলেন, আমার মনে হয় এ সংকটের কারণে আমাদের লাভই হবে। তবে এ ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে এটি বিপ্লব নয়।

এমন পরিস্থিতিতে ইউক্রেন সুযোগ কাজে লাগাবে বলেই মনে করা হচ্ছে। তবে এখনো এ ব্যাপারে কিছু জানা যায়নি।

সূত্র:বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৪ জুন ২০২৩





আরো খবর: