শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে ভোট শেষ হলেও ভোটারের ঘরে ঘরে মাহাবুব

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
কক্সবাজারে ভোট শেষ হলেও ভোটারের ঘরে ঘরে মাহাবুব




এই যেন অন্যরকম মেয়র; অন্যরকম নেতা। ভোট শেষ হলেও ভোটারদের ঘরে ঘরে গিয়ে কতৃজ্ঞতা প্রকাশ করে জেনে নিচ্ছেন কোন এলাকায় কি সমস্যা বা কার কি দাবি। আর বলছেন, ভোটে জনতার সেবক হয়েছি। জনতার ঋণ পরিশোধ করতে হবে। পর্যায়ক্রমে পৌর এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবো। এই নেতা বা মেয়র আর কেউ না ১২ জুন কক্সবাজার পৌর নির্বাচিত স্মরণীয ভোটে নির্বাচিত মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী।

ভোটে নির্বাচিত হওয়ার পর মাহাবুবুর রহমান চৌধুরী ঘোষণা দিয়েছিলেন কেউ বিজয় মিছিল করবেন না, আমি ঘরে ঘরে গিয়ে বিজয়ের কতৃজ্ঞ প্রকাশ করে আসবো।

কথা রেখেছেন মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি নির্বাচিত হওয়ার পর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তার কতৃজ্ঞতা প্রকাশ করে যাচ্ছেন।

এর অংশ হিসেবে বুধবার (১৪ জুন) সকাল থেকে একে গেছেন বিভিন্ন এলাকায়। তিনি গোলচত্বর মসজিদে জোহরের নামাজ আদায় করে ওই এলাকায় প্রবীণ ব্যক্তির জানাযায় অংশগ্রহণ করেন। এরপর একে একে যান মাটিয়াতলী, সিকদার বাজার, সাহিত্যেকা পল্লী, সিকদার মহল, ৪ নম্বর ওয়ার্ডের জনতা সড়ক, টেকপাড়া, দোকান মালিক সমিতি আয়োজিত সংবর্ধনায় অংশ নেন।

নবনির্বাচিত মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, শেখ হাসিনার নৌকা এবং আমাকে ভালোবেসে জনতার ভোটে নির্বাচিত হয়েছি। জনতার কাছে আমি যাবো। জনতা আমার কাছে আসেেত হবে না।









আরো খবর: