শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ছাড়ে কেনা রুশ তেলের দাম চীনা মুদ্রায় শোধ করল পাকিস্তান

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৪ জুন, ২০২৩
ছাড়ে কেনা রুশ তেলের দাম চীনা মুদ্রায় শোধ করল পাকিস্তান


ইসলামাবাদ, ১৩ জুন – রাশিয়া থেকে ছাড়ে কেনা অপরিশোধিত তেলের দাম চীনা মুদ্রা ইউয়ানে শোধ করছে পাকিস্তান। এই পন্থায় আমদানি করা রুশ তেলের পরিশোধন ও ব্যবহার লাভজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী।

সোমবার (১২ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে মুসাদিক মালিক জানিয়েছেন, গত এপ্রিল মাসে পাকিস্তান ও রাশিয়ার মধ্যে প্রথম জি-টু-জি চুক্তিতে এক লাখ টন অপরিশোধিত রুশ তেল কেনার চুক্তি হয়। এর মধ্যে ৪৫ হাজার টন তেল গত রোববার করাচি বন্দরে পৌঁছেছে, বাকিটাও আসার পথে।

তবে পাকিস্তান কী দামে এই তেল কিনেছে বা কতটা মূল্যছাড় পেয়েছে সে বিষয়ে কিছু না বললেও পাকিস্তানি মন্ত্রী জানিয়েছেন, এর দাম ইউয়ানে শোধ করা হয়েছে।

তেলের মান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি ইউরালস, বিশ্বের অন্যতম সহজলভ্য হালকা অপরিশোধিত তেল।

মন্ত্রী বলেছেন, প্রাথমিকভাবে আমদানি করা রুশ তেল পরিশোধন করবে পাকিস্তান রিফাইনারি লিমিটেড (পিআরএল)।

তিনি এর আগে রুশ তেলের চালানকে আর্থিক ও প্রযুক্তিগত সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি ‘ট্রায়াল রান’ হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু সোমবার বলেছেন, সেসব পরীক্ষা ও যাচাই সম্পন্ন হয়েছে। দেখা গেছে, অপরিশোধিত রুশ তেল স্থানীয়ভাবে পরিশোধন ও বাজারজাত করার উপযুক্ত।

‘বাণিজ্যিকভাবে লাভজনক’

পাকিস্তান ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল আমদানি করে থাকে। সেক্ষেত্রে রুশ তেল আমদানির আর্থিক কার্যকারিতা এবং স্থানীয় পর্যায়ে প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মুসাদিক মালিক।

তিনি বলেন, আমরা বারবার বিভিন্ন মিশ্রণের পরীক্ষা চালিয়েছি এবং কোনো পরিস্থিতিতেই এই তেল পরিশোধনে ক্ষতি হবে না। আমরা পুরোপুরি নিশ্চিত, এটি বাণিজ্যিকভাবে লাভজনক হবে।

মালিক জানান, রুশ তেল পরিশোধনের জন্য ৬০-৭০ শতাংশ অ্যারাবিয়ান লাইট ক্রুডের সঙ্গে মিশ্রিত করা হবে। রাশিয়া থেকে আমদানি করা এই তেল পরিশোধনের জন্য শোধনাগারে কোনো কিছু সমন্বয়ের প্রয়োজন হয়নি বলেও জানিয়েছেন তিনি।

পাকিস্তানের বৈদেশিক মুদ্রা ব্যয়ের একটি বড় অংশই যায় জ্বালানি আমদানিতে। ২০২২ সালে দেশটি দৈনিক প্রায় ১ লাখ ৫৪ হাজার ব্যারেল তেল আমদানি করেছিল। এর আগের বছরও তাদের তেল আমদানির পরিমাণ ছিল প্রায় একই।

মুসাদিক মালিক বলেন, আমরা আমাদের মোট তেল আমদানির এক-তৃতীয়াংশ রাশিয়া থেকে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৩ জুন ২০২৩





আরো খবর: