শিরোনাম ::
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ১০ বস্তা বিয়ার ফেলে পালালো পাচারকারীরা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
টেকনাফে ১০ বস্তা বিয়ার ফেলে পালালো পাচারকারীরা




টেকনাফের নাফনদী সংলগ্ন প্যারাবনে ১০ বস্তা বিদেশি বিয়ার ফেলে পালালো পারচারকারীরা। পরে সেখান থেকে ১ হাজার ১৮২টি ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।

 

বৃহস্পতিবার (৮ জুন) ভোররাতে টেকনাফের নাফনদী সংলগ্ন প্যারাবান এলাকা থেকে এসব বিদেশি বিয়ার জব্দ করা হয়।

 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আবদুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে কোস্টগার্ডের একটি টিম নাফনদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফের নাফনদী সংলগ্ন প্যারাবন এলাকায় সন্দেহজনক কয়েকজন লোককে আনাগোনা করতে দেখে তাদের থামার জন্য সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা লোকালয়ে পালিয়ে যায়। পরে প্যারাবনে তল্লাশি চালিয়ে ১০টি বস্তা থেকে ১১৮২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার বিয়ারগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।









আরো খবর: