উখিয়ার ইনানীতে অসহায় ও দুস্থ হতদরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার(৪ জানুয়ারি) সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে সকাল থেকে শুরু হয় এ মেডিক্যাল ক্যাম্পেইন।
জালিয়াপালং ইউনিয়নের ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রামু সেনানিবাস এর বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ২হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সহ চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করেন।
এ সময় মেডিকেল ক্যাম্পেইন এর কার্যক্রম পরিদর্শন করেন বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল বাতেন খান।
প্রতি বছর শীত মৌসুমে বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ জনসেবামূলক কাজ পরিচালনা করে থাকে সেনাবাহিনী।
চিকিৎসা পেয়ে অত্যন্ত খুশি বলে জানান কয়েকজন হতদরিদ্র রোগী। এসময় তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।