শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বছরজুড়ে ৮ এপিবিএন’র অভিযানে ৭লক্ষাধিক ইয়াবা,৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার!

ইমরান আল মাহমুদ,উখিয়া
আপডেট: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২

ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়ার ১১টি রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)’র অভিযানে ৭লাখ ২৯হাজার পিস ইয়াবা,৮ টি আগ্নেয়াস্ত্র,২৬রাউন্ড গুলি,১৩২টি দেশীয় অস্ত্র,৭৭ভরি স্বর্ণ,৫৫ লক্ষ বাংলাদেশি টাকা, ৫০ হাজার জাল টাকা,
৪লক্ষ মায়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে।

গতবছরের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অভিযানে মাদক,অস্ত্র,স্বর্ণ,জাল নোট,বার্মিজ মুদ্রা উদ্ধার করা হয় বলে দৈনিক দৈনন্দিনকে নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি বলেন,অভিযানে ১২৮ টি মামলায় ৬৬ জন তালিকাভুক্ত সহ ৪৭৮ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ পণ্য জব্দ করা হয় যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা। গত মার্চ মাসে ব্যাপক অগ্নিকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,সিক্স মার্ডার মামলার খুনীদের গ্রেফতার,একবছর আগে ঘটে যাওয়া ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের সহ প্রতিটি ঘটনায় ৮ এপিবিএন দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।

এএসপি কামরান আরও জানান,সম্প্রতি ৮এপিবিএন ট্রানজিট ক্যাম্প,কুতুপালং এবং কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বভার গ্রহণ করেছে। ৫টি পুলিশ ক্যাম্পের মাধ্যমে ৮এপিবিএন ১১টি রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। আরও দুইটি পুলিশ ক্যাম্প নির্মাণাধীন রয়েছে যেগুলোর মাধ্যমে আরও নিবিড়ভাবে নিরাপত্তা প্রদান এবং পুলিশিং কার্যক্রম পরিচালনা সম্ভব হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ৮এপিবিএন’র স্বেচ্ছায় পাহারা ব্যবস্থার উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ ব্যবস্থায় ৮ এপিবিএন’র আওতাধীন ৭৭৩টি সাব-ব্লকের ৫ জন করে ৩হাজার ৮শ ৬৫জন স্বেচ্ছাসেবক প্রতি রাতে নিজ নিজ সাব-ব্লকে পাহারা দিয়ে দায়িত্বরত পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সহায়তা করে থাকে।
৮ এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান’র দক্ষ ও গতিশীল নেতৃত্বে অত্র ব্যাটালিয়ন এর প্রত্যেক অফিসার-ফোর্স দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সদ্য বিদায়ী বছরের মতো নতুন বছরেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আরো খবর: