সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মেক্সিকোর সাবেক মেয়রের ৯২ বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
মেক্সিকোর সাবেক মেয়রের ৯২ বছরের কারাদণ্ড


মেক্সিকো সিটি, ১৮ মে – মেক্সিকোর সাবেক এক মেয়রের ৯২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৩ সালে সুশীল সমাজের ছয়জন নেতাকে অপহরণের দায়ে গতকাল বুধবার তাকে এ সাজা দেওয়া হয়। দেশটির বিচার বিভাগীর সূত্র এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, হোসে লুইস আবারকা (৬২) নামের ওই মেয়রকে বাংলাদেশি মুদ্রায় ৫৬ লাখের বেশি টাকা জরিমানাও করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরোর ইগুয়ালা শহরে তিনি ছয়জনকে অপহরণ করেছেন।

ভুক্তভোগীদের মধ্যে আর্তুরো হার্নান্দেজ কার্ডোনা নামে একজন কৃষি নেতাও ছিলেন। পরবর্তীতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আবরকার বিরুদ্ধে মেক্সিকোর সবচেয়ে নিকৃষ্ট মানবাধিকার নৃশংসতার একটিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগ, ২০১৪ সালে ৪৩ জন শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় তিনি সম্পৃক্ত ছিলেন। তিনি সেইসময় ইগুয়ালায় মেয়র ছিলেন।

ওই বছরেই তিনি গ্রেপ্তার হন এবং কেন্দ্রীয় মেক্সিকোর এক কারাগারে তিনি বন্দি আছেন। প্রতিবেদনে বলা হয়েছে, টিচার্স ট্রেইনিং কলেজের শিক্ষার্থীরা নিখোঁজ হওয়ার আগে মেক্সিকো সিটিতে একটি বিক্ষোভে যাওয়ার জন্য বাসগুলিকে নির্দেশ দিয়েছিল।

তদন্তকারীরা জানান, শিক্ষার্থীদের দুর্নীতিবাজ পুলিশরা আটক করে এবং একজন ড্রাহ কার্টেলের কাছে হস্তান্তর করে । তবে তাদের ভাগ্যে ঠিক কী ঘটেছিল তা নিয়ে বিতর্ক আছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৮ মে ২০২৩





আরো খবর: