শিরোনাম ::
পেকুয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম উখিয়ার নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া জেলেদের ছেড়ে দিল ‘আরাকান আর্মি রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন দাখিল উখিয়ায় বিএনপি প্রার্থী সুলতানের সংবাদ সম্মেলন : নির্বাচন বর্জনের ঘোষণা চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ১৫ যাত্রী আহত কাল বৈশাখীর তান্ডব : চকরিয়া-পেকুয়ায় উড়ে গেছে বসতঘর চকরিয়ায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ টেকনাফে একই পরিবারের তিনজন অপহরণ, ৮ ঘন্টা পর উদ্ধার টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন ফরম জমা দল নয় জনগণের চাওয়ায় আমার কাছে গুরুত্বপূর্ণ- পেকুয়ায় বিএনপি নেতা রাজু
শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

৩৯বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করলেন ইউপি সদস্য!

ডেস্ক নিউজ
আপডেট: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

কথায় আছে, ‘শিক্ষার কোনও বয়স নেই’। সেই শিক্ষা প্রাতিষ্ঠানিক কিংবা বাস্তব জীবনে হোক- সেটি যে বয়সের ওপর নির্ভর করে না সেটি প্রমাণ করেছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের তপন মন্ডল।

তিনি ৩৯ বছর বয়সে এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছেন। পেয়েছেন জিপিএ-৪.৮২।

তপন মন্ডল ওই ইউনিয়নের ৪নং মালিখালী ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তিনি নাজিরপুরের লড়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে এসএসসি পাস করেন।

আলাপকালে তপন মন্ডল বলেন, ‘আমার জন্ম ১৯৮৩ সালের ৬ আগস্ট। লেখাপড়ায় বয়স কোনও বিষয় না। এ সাফল্যে আমি খুশি।’

এরপর তিনি হেসে বলেন, ‘আমার ছেলে মাটিভাঙা ডিগ্রি কলেজর ছাত্র। সেও এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে। আকাশ বিজ্ঞান বিভাগে পড়াশুনা করছে

জানা গেছে, তপন মন্ডলের বাড়ি মালিখালী এলাকায়। তার বাবার নাম রবিন মন্ডল। তপন মন্ডলের একমাত্র ছেলে আকাশ মন্ডল নাজিরপুর উপজেলার মাটিভাঙা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। ছেলের পর বাবা এসএসসি পাস করার আরেকটি নজির গড়েছেন তিনি।

নাজিরপুরের লড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাষ কান্তি বিশ্বাস জানান, তপন মন্ডলের কারিগরি শাখা থেকে এসএসসি পাস করেছে।

মালিখালী ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন বাবলু বলেন, ‘প্রথম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। তপন মন্ডল ৪নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন।’

চেয়ারম্যান বলেন, ‘তপন মন্ডল এসএসসি পাস করার পর আমাদের অনেককে মিষ্টি খাইয়েছে। এ ছাড়া আমার বাড়িতেও মিষ্টি পাঠিয়েছেন।’


আরো খবর: