শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ আজিদুল নামে এক সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (২৯ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার বালুখালী ১৪ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী উখিয়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লক-এইস এর বাসিন্দা আবুল হাসেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তিনি বলেন, ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোহিঙ্গা সন্ত্রাসী আজিদুলকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো পাঁচ সহযোগীর নাম বলেছেন তিনি। আইনি প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।

এর আগে, জেলার উখিয়ায় অস্ত্রসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-১৫। গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়ার চিকনছড়া ব্রিজের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প-২১ এর এ-৪ ব্লকের মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ এনাম, ক্যাম্প-১৬ এর সি-৬ ব্লকের মৃত আলী আহাম্মদের ছেলে মোহাম্মদ বেলাল ও বি-১ ব্লকের সোনা মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: