শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের পাশ এক প্রবাসীর বাড়ি থেকে মোহাম্মদ কাশেম (৫০) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১১টায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদের পাশে তার লাশ উদ্ধার করা হয়৷

জানা যায়, পালংখালী ইউনিয়নের বালুখালীর জুমরছড়া এলাকার মৃত ইয়াকুব আলীর পুত্র মোহাম্মদ কাশেম (৫০)।

পরিবার সূত্রে জানা যায়, মোহাম্মদ কাশেম বালুখালী আসরের নামাজ পড়ে বাজারে যাবে বলে বাড়ি থেকে বের হয়৷ সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরছে না মোবাইল বন্ধ। তার পরিবার অনেক খুঁজাখুঁজির পর রাতে খবর আসে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের পাশে লাশ হয়ে পড়ে আছে৷ পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷

এদিকে বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, জালিয়াপালং ইউনিয়ন পাশ থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে৷ আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াদীন আছে বলে জানান তিনি৷


আরো খবর: