শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কর্ণাটকে এবার বিজেপি ছেড়ে কংগ্রেসে সাবেক মুখ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
কর্ণাটকে এবার বিজেপি ছেড়ে কংগ্রেসে সাবেক মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ এপ্রিল – ভারতের কর্ণাটক রাজ্যে প্রার্থীদের তালিকা প্রকাশের পর থেকে বিজেপি ছাড়ার হিড়িক চলছেই। বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন কর্ণাটক রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার। বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগপত্র তুলে দেন প্রবীণ এই বিজেপি নেতা। আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা না হলেও ঘনিষ্ঠ মহলে শেট্টারে জানিয়েছেন, দলীয় টিকিট না পেয়ে সোমবার সকালেই তিনি যোগ দিলেন কংগ্রেসে। কংগ্রেস সূত্রেও একই দাবি করা হয়েছে।

এর মধ্যেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই দাবি করেছেন, শেট্টারের মান ভাঙাতে সক্রিয় হয়েছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়ে বিজেপি নেতাকে দিল্লিতে গিয়ে দেখা করতেও বলেছিলেন। কিন্তু মন গলেনি শেট্টারের।

বিজেপি সূত্রে খবর, নির্বাচনমুখী কর্ণাটকের হুবলি-ধারওয়ার আসন থেকে আরো একবার প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন ওই কেন্দ্রেরই সদ্য সাবেক বিধায়ক শেট্টার। কিন্তু দল তাকে টিকিট দেয়নি। প্রার্থীদের তালিকা প্রকাশের পরই দলীয় নেতৃত্বের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে শেট্টার বলেন, আমি রাজ্যে শূন্য থেকে দলটাকে এই জায়গায় নিয়ে এসেছিলাম। কিন্তু কিছু দলীয় নেতা এমন পরিস্থিতি তৈরি করলেন যে দল ছাড়তে বাধ্য হলাম।

যদিও বিজেপি সূত্রেই জানা গেছে, শেষ মুহূর্ত পর্যন্ত শেট্টারকে দলে রাখতে তার সঙ্গে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী বোম্মাই, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী এবং ধর্মেন্দ্র প্রধান। তাকে দিল্লিতে বড় পদ দেয়ার আশ্বাসও দেয়া হয়।

এ প্রসঙ্গে বোম্মাই বলেন, তাকে বলেছিলাম অমিত শাহ দিল্লিতে আপনার জন্য বড় পদ খালি রেখেছেন। নতুনদের আসন ছেড়ে দিন। আপনার পছন্দের ব্যক্তিকেই আমরা ওই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করব। কিন্তু উনি এই প্রস্তাবে রাজি হননি।

লিঙ্গায়েত সম্প্রদায়ের নেতা শেট্টার দল ছাড়ায় উত্তর কর্ণাটকে লিঙ্গায়েত ভোটে ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা বিজেপির। সব কিছু ঠিক থাকলে নিজের পছন্দের আসনেই হাত চিহ্নে দাঁড়াতে পারেন সেত্তার।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৭ এপ্রিল ২০২৩


আরো খবর: